ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটি, Rangamati, jhulonto bridge, Hanging bridge, Rangamati tourist spots
পর্যটন কমপ্লেক্স এলাকার ঝুলন্ত সেতুটি রাঙ্গামাটিতে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ । দুটি পাহাড়ের উপর সংযোগ ঘটিয়ে কাপ্তাই হ্রদের উপর ঝুলে আছে এই সেতুটি। শীত মৌসুমে সেতু পার হয়ে অপর পাড়ের পাহাড়ের চূড়ায় পিকনিক করার জন্য অনেক পর্যটক রাঙ্গামাটির এই ঝুলন্ত সেতুর নিকটে আসে। সেতুটি পার হয়ে অন্য পাড়ে গেলে হ্রদের পাড়ে এক অনাবিল বন্য পরিবেশ মনকে উদার করে দেয়। ঝুলন্ত সেতুটিকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জনগণ তাদের ক্ষুদ্র পসরা সাজিয়ে বসে আছে পর্যটকদের আকৃষ্ট করার জন্য।
৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজটির উপর দাড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়ব্রিজের এক পাশে পাহাড়রে উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা।  কাপ্তাই লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি ২০০ থেকে ৩০০ টাকায় ভাড়া পাওয়া যায়ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটক কর্পোরেশনকে জনপ্রতি ২০ টাকা ফি দিতে হয়বর্ষা  মৌসুমে ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেকের পানিতে ডুবে গেলে তখন প্রবেশ ফি দিতে হয় না। তখন ফিতে সেতুর এপার হতে ওপার যাওয়া যায়।

রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ কীভাবে যাবেন

ঢাকার ফকিরাপুল মোড় ও সায়দাবাদ রাঙ্গামাটিগামী অসংখ্যা বাস কাউন্টার রয়েছে।এই বাস গুলো সাধারণত সকার ৮টা হতে ৯টা এবং রাত ৮.৩০ হতে ১১টার মধ্যে ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্য ছেড়ে যায়।ঢাকার রাঙ্গামাটি শ্যামলীর এসি বাসের ভাড়া ৯০০ টাকা, বিআরটিসি এসি বাসের ভাড়া ৭০০ টাকা। এছাড়াও সকল নন-এসি বাসের ভাড়া ৬২০ থেকে ৭০০ টাকার মধ্যে।
রাঙ্গামাটি শহরের তবল ছড়িতে নেমে অটোরিক্সা বা সিএনজিতে করে সরাসরি ঝুলন্ত ব্রিজে যাওয়া যায়। তবলছড়ি থকেে ঝুলন্ত ব্রিজে সিএনজি ভাড়া লাগবে ৫০ থেকে ৬০ টাকা।  / আর রাঙ্গামাটির বনরূপা থেকে সিএনজি ভাড়া লাগবে ১২০ টাকা।

পর্যটন হলিডে কমপ্লেক্স 
(রাঙ্গামাটি পার্বত্য জেলা) কতৃক

ঝুলন্ত ব্রিজ ব্যবহারে দর্শনার্থীদের প্রতি অনুরোধ-
 একসাথে ১৫-২০ জনের অধিক দর্শনার্থী ব্রিজে চলাচল করবেন না।
 ঝুলন্ত ব্রিজের তার ধরে ঝুলাঝুলি করবেন না।
 ব্রিজে ঝুলবেন না।
 ঝুলন্ত ব্রিজের রেলিং এর উপর বসবেন না।
 লেকের পানিতে নামবেন না ও সাঁতার কাটবেন না।
 ব্রিজের দুই পার্শ্বে বসানো বøকের উপর হাঁটবেন না।
 লেকের পানিতে সাঁতার কাটা বিপদজ্জনক।
 ঝুলন্ত ব্রিজ জাতীয় সম্পদ, এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
 ভ্রমণ করুন, বাংলাদেশকে জানুন।

ভ্রমনকালে পরামর্শ

এক সাথে বা গ্রুরুপে গেলে খরচ কম পরবে।
অফ সিজন বা ছুটির দিন ব্যাতিত গেলে খরচ কম পরবে।
ট্রলার/বোট রির্জাভ করার সময় কি দেখবেন কোথায় যাবেন ভালো মত বলে নিবেন।
রির্জাভ করার সময় ঠিকমত দরদাম করে নিন।
ট্রলার/বোট সারাদিনের জন্যে ভাড়া করুন তাহলে কাছা কাছি অনেক গুলো স্পট ঘুরে দেখতে পারবেন।
ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক, কাপ্তাই লেক, শুভলং ছোট ও বড় ঝর্ণা এই স্পট গুলা খুবই কাছাকাছি।
লেকের কাছাকাছি কোন হোটেল ঠিক করুন।
কাপ্তাই লেকে নামার আগে/ সাতার না জানলে লাইফ জ্যাকেট রাখুন।
একদিনেই কমন স্পট গুলো ঘুরে বেড়ানো যায়।
​পরিবেশে ও জীববৈচিত্রের ক্ষতি হয় দয়া করে এমন কিছু করবেন না।
স্থানীয় মানুষদের সাথ শালীন আচরন করুন।

রাঙ্গামাটির এর আশেপাশে দর্শনীয় স্থান

এছাড়াও রাঙ্গামাটি জেলায় আরো যে সমস্ত  আকর্ষনীয় ও দর্শনীয় স্থান রয়েছে: 
▢ ইকো পার্ক
▢ উপজাতীয় জাদুঘর
▢ ঝুম রেস্তোরা
▢ টুকটুক ইকো ভিলেজ
▢ যমচুক
▢ নির্বাণপুর বন ভাবনা কেন্দ্র
▢ রাজবন বিহার
▢ ঐতিহ্যবাহী চাকমা রাজবাড়ি
▢ পেদা টিং টিং
▢ উপজাতীয় টেক্সটাইল মার্কেট
▢ ফুরমোন পাহাড়
▢ সাজেক ভ্যালি