সেন্টমার্টিনের জনপ্রিয় হোটেল ও রিসোর্টের তথ্য | ভ্রমণকাল

সেন্টমার্টিনের জনপ্রিয় হোটেল ও রিসোর্টের তথ্য

saint-martin-hotel-resorts
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান সেন্টমার্টিন। প্রতি বছর অনেকেই ঘুরতে যান এই প্রবাল দ্বীপে। পর্যটকদের চাহিদা মিটাতে এখানে গড়ে উঠেছে নানা মানের হোটেল ও রিসোর্ট। রাত্রিযাপনের জন্যে কোন হোটেল বা রিসোর্ট ভালো হবে এই নিয়ে অনেকে জিজ্ঞাস করে থাকেন। আজ আমরা সেন্টমার্টিনের জনপ্রিয় কিছু হোটেল ও রিসোর্টের তথ্য জানাবো।

হোটেল রিসোর্ট বুকিং নিয়ে কিছু কথা: সেন্টমার্টিনে হোটেল বা রিসোর্ট বুকিং দেওয়ার আগে তার অবস্থান, দূরত্ব, রেস্টুরেন্ট, নিরাপত্তা ও অন্যান্য সুবিধা অসুবিধা ইত্যাদি দেখে নেওয়া ভালো। রুম ভাড়ার ক্ষেত্রে ভালভাবে দরদাম করে নিবেন। আর নিম্নোক্ত হোটেল ও রিসোর্টের যে ভাড়া তা সিজন ও অফিসিজনের উপর নির্ভর করে পরিবর্তন হয়। সিজনে (নভেম্বর-মার্চ) ছুটির দিনে পর্যটকের চাপ স্বাভাবিক ভাবেই বেশি থাকে। তখন রিসোর্ট গুলোর ভাড়া অস্বাভাবিক ভাবেই বেশি থাকে। তাই সবসময় ভাল করে যাচাই করে রুম বুকিং করা উচিত। আর অগ্রিম বুকিং করতে চাইলে অবশ্যই আর্থিক লেনদেনের আগে নিজে যাচাই করার অনুরোধ রইলো।

সেন্টমার্টিনের সমুদ্র সৈকতের পাশে জনপ্রিয় ১৭টি হোটেল ও রিসোর্টের তথ্য

১) প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট

সেন্টমার্টিন বাজারের উত্তরে ১৬টি রুমের "প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট " একটি উন্নত মানের অভিজাত হোটেল যা সমুদ্র পাড়ে অবস্থিত। জনপ্রিয় হোটেল হিসেবে বীচের পাশে মনোরম পরিবেশে এখানে আনন্দে রাত্রিযাপনের সুযোগ রয়েছে। এই রিসোর্টে কাপল বেডের ভাড়া ৪০০০ টাকা, ৩ জনের রুমের ভাড়া ৪৫০০ টাকা, ৪ জনের রুমের ভাড়া ৫০০০ টাকা এবং ডরমেটরি রুমের ভাড়া ৬০০০ টাকা। মোবাইলঃ 01731-508080, প্রাসাদ প্যারাডাইস রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/hotelpraasadparadise/

২) ব্লু লেগুণ রিসোর্ট

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ব্লু লেগুন রিসোর্টের প্রতিটি কক্ষে ২ থেকে ৪ জন থাকার ব্যবস্থা রয়েছে। এই রিসোর্টে ডাবল এবং সিঙ্গেল সহ সকল রুমের ভাড়া ২৫০০ টাকা। মোবাইলঃ 01755-028993, ব্লু লেগুণ রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/BlueLagoonResortBD/

৩) সমুদ্র কুটির রিসোর্ট

এই রিসোর্টে ২০ টি রুম রয়েছে যার মধ্য ১৮ টি ডাবল বেডের রুম এবং ২টি কাপল রুম রয়েছে। ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা আর কাপল রুমের ভাড়া ৪০০০ টাকা। মোবাইলঃ 01913-063340, সমুদ্র কুটির রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/Samudro.kutir/

৪) দ্যা বীচ ক্যাম্প রিসোর্ট সেন্টমার্টিন

এই রিসোর্টের কাপল রুমের ভাড়া ৩০০০ টাকা ভাড়া এবং ৪ জনের রুম ৩৫০০ টাকা। যারা বীচ ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য সুখবর হলো দ্যা বীচ ক্যাম্প রিসোর্টে তাবুতে থাকার ব্যবস্তা রয়েছে। এই সব তাবুর ভাড়া ১৫০০-৩৫০০ টাকা হয়ে থাকে। চলুন দ্যা বীচ ক্যাম্প রিসোর্টে ক্যাম্পিং এর ব্যাপারে বিস্তারিত জেনে নেই, মোবাইলঃ 01797-979399, দ্যা বীচ ক্যাম্প রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/TheBeachCamp/


৫) সি টি বি রিসোর্ট

এই কটেজের ২ তলায় প্রতিটি রুমের ভাড়া ৩৫০০ টাকা এবং নিচ তলায় প্রতিটি রুমের ভাড়া ৩০০০ টাকা। মোবাইলঃ 01787-022220, সি টি বি রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/CTB.resorts/

৬) কিংশুক ইকো রিসোর্ট

সেন্টমার্টিনে এসে প্রকৃতির সাথে মিসে যাওয়ার জন্যে সেন্টমার্টিন পশ্চিম বিচে এই রিসোর্টটি অন্যতম। এই রিসোর্টের কিছু রুম থেকেই সাগর দেখা যায়। তাবুতে থাকার ব্যাবস্থাও অসাধারণ। গলাচিপার কাছে এই রিসোর্টের, ভাড়া ২৫০০-৪০০০ টাকা। মোবাইলঃ 01883-685637, কিংশুক ইকো রিসোর্টের ফেইসবুক লিংক - https://www.facebook.com/kingshukecoresort/

৭) সায়রি ইকো রিসোর্ট

কাপল রুম ভাড়া ১৮০০ টাকা এই রুমে ২ জন থাকা যাবে, আর ডাবল বেডের রুম ভাড়া ২২০০ টাকা এই সব রুমে ৪ জন করে থাকা যাবে,উডেন কটেজ এবং বেম্বো কটেজ ভাড়া ৩৫০০ টাকা, বিচ কটেজ ভাড়া ৩৫০০ টাকা, কটেজ গুলোতে ৪ জন করে থাকা যাবে। ডরমেটরি ভাড়া ৩৫০০ টাকা, ডরমেটরিতে ১ রুমে ৮ জন থাকা যাবে ২ টি ওয়াশ রুম রয়েছে ডরমেটরিতে। এ ছাড়া এই রিসোর্টে ট্রেন্টে থাকার ব্যবস্তা রয়েছে ১ ট্রেন্টে ৪ জন থাকা যায় ভাড়া ১০০০ টাকা, যারা ট্রেন্টে থাকবেন তাদের ওয়াশরুম হচ্ছে কমন ওয়াশ রুম। কাপল তাবুর ভাড়া ১৫০০ টাকা। ৩ জনের তবু ২০০০ টাকা। ৫ জনের তাবু ভাড়া ২৫০০ টাকা। ৮ জনের তাবু ৩৫০০ টাকা। তাবুতে থাকা পর্জটকদের জন্য কমন বাথ রুম রয়েছে ।

৮) নিসর্গ কুটির

পশ্চিম বিচে নিসর্গ কুটির বেশ নান্দনিক একটি রিসোর্ট। এই রিসোর্টটি একদম বিচ সংলগ্ন এবং নিরিবিলি। এই রিসোর্টে ১৫ টি ৪ জনের কটেজ এবং ২ জনের ২ টি কটেজ – মোট ১৭টি রুম রয়েছে। প্রতি রুম ভাড়া ৪০০০-৫০০০ টাকা এবং বিচ সংলগ্ন একটি রেস্টুরেন্ট রয়েছে। একদম বিচের উপর এই রিসোর্টের নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে। মোবাইলঃ 01316-376917, নিসর্গ কুটিরের ফেইস বুক লিংক - https://www.facebook.com/nk.stmartin.bd/

৯) ড্রিম নাইট

পশ্চিম বীচের শেষ প্রান্তে অবস্থিত ড্রিম নাইট রিসোর্টের প্রতি কক্ষে ২ থেকে ৪ জনের রাত্রিযাপনের সুযোগ। ১৬ রুম বিশিষ্ট এই রিসোর্টে ১২টি ডাবল বেড রুম যার প্রতিটির ভাড়া ২৫০০ টাকা এবং ৪টি কাপল রুম যার প্রতিটির ভাড়া ২০০০-৩০০০ টাকা প্রতিরাত। ড্রিম নাইট রিসোর্টে গেস্টদের জন্য খাবারের ব্যবস্থা আছে। মোবাইলঃ 01796-031564, ড্রিম নাইট রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/DreamNightResorts/about/?ref=page_internal
ড্রিম নাইট রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/DreamNight.Saintmartin/


১০) পান্না রিসোর্ট

পশ্চিম বীচে অবস্থিত পান্না রিসোর্টটি কম খরচে সাগর লাগোয়া পরিচ্ছন্ন রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। পান্না রিসোর্টে প্রতি রাতের জন্য রুম ভাড়া ৩০০০ টাকা পড়বে। মোবাইলঃ 01765-152565, পান্না রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/pannaresortbd/

১১) দ্যা আটলান্টিক

বীচে অবস্থিত লাবিবা বিলাস (বর্তমানে দ্যা আটলান্টিক নামে পরিচিত) রিসোর্টে রাত্রি যাপনের জন্য ৪৩ টি কক্ষ রয়েছে। এই রিসরতে খরচ একটু বেশি হলেও এর মান এবং ভিউ বেশ ভাল। ৩ য় তলায় ভিআইপি কাপল রুমের ভাড়া ৬৫০০ এবং ভিআইপি ডাবল রুমের ভাড়া ৮৫০০ টাকা।

২ য় তলায় ৩ জনের রুমের ভাড়া ৫০০০ টাকা এবং নিচ তলায় ৪ জনের রুমের ভাড়া ৫৫০০ টাকা। ৬ জনের রুমের ভাড়া ৭৫০০ টাকা। নিচ তলায় কাপল বেডের ভাড়া ৪০০০ – ৫০০০ টাকা ।

নীচতলায় কাপল বেডের ভাড়া ৪০০০-৪৫০০ টাকা। ৩ বেডের ভাড়া ৪৩০০ টাকা। ৪ জনের বেডের ভাড়া ৪৫০০ টাকা । আপডেট ভাড়ার লিস্ট atlanticresort এর ওয়েব সাইডে পাবেন। মোবাইলঃ 01719584899, দ্যা আটলান্টিক রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/atlanticresort.saintmartin/ দ্যা আটলান্টিক রিসোর্টের ওয়েব সাইট লিংক - https://www.atlanticresortsaintmartin.com/

১২) সমুদ্র বিলাস

সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে ১০/১২ মিনিট হাটা পথ দূরত্বে দ্বীপের পশ্চিম পাশে জেটির ঠিক বিপরীতে আমাদের অবস্থান। ভ্যান গাড়িতেগেলে সময় লাগবে মাত্র ৫ মিনিট। সমুদ্র বিলাস রিসোর্টে কাপল বেডের ভাড়া ৩৫০০ টাকা এবং ৩ জনের বেড ও ৪ জনের বেডের ভাড়া ৪০০০ টাকা।
মোবাইলঃ 01911-920666, সমুদ্র বিলাসের ফেইস বুক লিংক - https://www.facebook.com/SomudroBilashHumayunahmed/ সমুদ্র বিলাসের ওয়েব সাইট লিংক http://www.vromonbilash.com/resorts/somudro-bilash-1/show

১৩) সি ফাইন্ড রিসোর্ট

বিচের খুব কাছে ভাল মানের এই রিসোর্ট নতুন হয়েছে। অবস্থান পশ্চিম বিচে। নন এসি রুম ২৫০০-৫০০০ এবং এসি রুম ১০,০০০ টাকা। মোবাইলঃ 01735-789191, সি ফাইন্ড রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/seafindfesorts/


১৪) কোরাল ভিও রিসোর্ট

রিসোর্টটি নৌবাহিনী পরিচালনা করে। ইস্ট বিচে এর অবস্থান। জেটি থেকে দূরে বলে ভ্যান বা বোট নিয়ে যেতে হয়। এর আয়তন অনেক বড়ো এবং রুম থেকে সমুদ্র দেখা যায়। রিসোর্টের সামনে একটি সবুজ মাঠ রয়েছে। একে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হয়। আছে নিজস্ব রেস্টুরেন্ট। রুমপ্রতি ভাড়া ২,৫০০-৬,০০০ টাকা। যোগাযোগ: ০১৯৮০০০৪৭৭৭, ০১৯৮০০০৪৭৭৮।

১৫) প্রিন্স হ্যাভেন রিসোর্ট

উত্তর বিচে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন প্রিন্স হেভেন রিসোর্টে মোট ২৪ টি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে। প্রিন্স হেভেন রিসোর্টের রুম ভাড়ার পরিমাণ ২৫০০-৩,৫০০ টাকা। মোবাইলঃ 01891-562441, প্রিন্স হ্যাভেন রিসোর্টের ফেইস বুক লিংক -https://www.facebook.com/princeheavenresort/

১৬) ব্লু মেরিন রিসোর্ট

জেটি থেকে সামান্য দূরে অবস্থিত হোটেলটির অবকাঠামো চমৎকার। তিন তলা বিশিষ্ট এ হোটেলে ৩৪টি বিলাসবহুল রুমসহ নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। বাজারের কাছে বলে এর আশপাশে মানুষের সমাগম খুব বেশি। এছাড়া রুম থেকে সরাসরি বিচ দেখা যায় না। রুম ভাড়া ২,৫০০-৩,৫০০ টাকা।
মোবাইলঃ 01713-399001, ব্লু মেরিন রিসোর্টের ওয়েব সাইট লিংক - http://www.bluemarineholidays.com/ ব্ল মেরিন রিসোর্টের ফেইস বুক লিংক - https://www.facebook.com/Blue-Marine-Resorts-510375122402832/

১৭) হেরিটেজ রিসোর্ট

সেন্টমার্টিনের জেটি ঘাট থেকে ১০ থেকে ১৫ মিনিট পায়ে হাটা পথ দূরত্বে, দ্বীপের উত্তর বিচে বেশ ভালো মানের একটি রিসোর্টের নাম হেরিটেজ রিসোর্ট। এই রিসোর্টে প্রতিটি রুমের ভাড়া ২,৫০০ - ৪,০০০ টাকা, আর ১ রুমে ৪ জন থাকা যায়। মোবাইলঃ 01713-39900101823-857766, হেরিটেজ রিসোর্টের ফেইস বুক লিংক -https://www.facebook.com/SaintMartinHeritageResort

কোন সময় যাচ্ছেন তার উপর নির্ভর করে খরচ কমাতে পারবেন। যদি অফসিজনে যান তাহলে হোটেল বা রিসোর্ট ভাড়ায় অনেক ডিসকাউন্ট পাবেন। আবার সিজনে (নভেম্বর-মার্চ) গেলে যদি সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি কোন বন্ধের দিন ছাড়া যান তাহলেও হোটেল ও রিসোর্ট ভাড়া নিতে তুলনামূলক কম খরচ হবে। এছাড়া বীচ থেকে একটু ভিতরের দিকে গিয়ে খুঁজলে কিছু কম খরচে থাকতে পারবেন। একসাথে কয়েকজন বন্ধু মিলে গেলে ডাবল/ট্রিপল বেডের রুম নিয়ে শেয়ার করে থেকেও খরচ অনেক কমাতে পারবেন।

দৃষ্টি আকর্ষণ: আমাদের পর্যটন স্পট গুলো আমাদের দেশের পরিচয় বহন করে এবং এইসব পর্যটন স্পট গুলো আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। আর ভ্রমনে গেলে কোথাও ময়লা ফেলবেন না। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
ভ্রমণকাল: আমাদের টিম সবসময় চেষ্টা করে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা বানান ভুল হয়ে থাকে বা ভ্রমণ স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে অথবা আপনার কোন ভ্রমণ গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে Comments করে জানান অথবা আমাদের কে ''আপনার মতামত'' পেজ থেকে মেইল করুন।