ramadan-calendar-2022, sheheri-ifter-time-table, ifter-time-table
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু,
সংযমের মাস রমজান। বছরঘুরে আবারো চলে এলো মুসলিম জাতির জন্য অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যের এই মাসটি। ইসলামি বর্ষপঞ্জি অনুসারে ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে গোটা মুসলিম বিশ্ব। ইসলামের ৫টি স্তম্ভের মাঝে সাওম বা রোজা পালন ৩য়। মহিমান্বিত এই মাসে নাযিল হয়েছে মুসলিমদের ধর্মগ্রন্থ ‘কুরআন’।

মহান ত্যাগ ও তিতিক্ষার মাস, অসহায় দরিদ্র ও অভাবগ্রস্তদের মানসিক ব্যথা অনুধাবন করার মাস, ধৈর্য ও সংযমের মাস হল রমজান। ১৪৪৩ হিজরী মাসের অর্থাৎ ইংরেজি ২০২২ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। প্রকাশিত উক্ত সময়সূচি অনুযায়ি, ০৩ এপ্রিল থেকে শুরু হবে রোজা। তবে প্রথম রোজার তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল।

পবিত্র রমজান মাসে রোজা পালনের নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। প্রাপ্ত বয়স্ক মুসলমান নারী-পুরুষের জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভে ধন্য হয়।

রোজা পালন উপলেক্ষ আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে; যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জনে করতে পার। (সুরা বাকারা : আয়াত ১৮৩)


সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২

ramadan-calendar-2022, sheheri-ifter-time-table, ifter-time-table

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২

রহমতের ১০ দিন
রমজানতারিখবারসেহরীইফতার
৩ এপ্রিলরবি৪-২৭৬-১৯
৪ এপ্রিলসোম৪-২৬৬-১৯
৫ এপ্রিলমঙ্গল৪-২৪৬-২০
৬ এপ্রিলবুধ৪-২৪৬-২০
৭ এপ্রিলবৃহঃ৪-২৩৬-২১
৮ এপ্রিলশুক্র৪-২২৬-২১
৯ এপ্রিলশনি৪-২১৬-২১
১০এপ্রিলরবি৪-২০৬-২২
১১এপ্রিলসোম৪-১৯৬-২২
১০১২এপ্রিলমঙ্গল৪-১৮৬-২৩

নাজাতের ১০ দিন
রমজানতারিখবারসেহরীইফতার
১১১৩এপ্রিলবুধ৪-২৩৬-২৩
১২১৪এপ্রিলবৃহঃ৪-২১৬-২৩
১৩১৫এপ্রিলশুক্র৪-২০৬-২৪
১৪১৬এপ্রিলশনি৪-১৯৬-২৪
১৫১৭এপ্রিলরবি৪-১৮৬-২৪
১৬১৮এপ্রিলসোম৪-১৭৬-২৫
১৭১৯এপ্রিলমঙ্গল৪-১৬৬-২৫
১৮২০এপ্রিলবুধ৪-১৫৬-২৬
১৯২১এপ্রিলবৃহঃ৪-১৪৬-২৬
২০২২এপ্রিলশুক্র৪-১৩৬-২৭

মাগফিরাতের ১০ দিন
রমজানতারিখবারসেহরীইফতার
২১২৩এপ্রিলশনি৪-০৬৬-২৭
২২২৪এপ্রিলরবি৪-০৫৬-২৮
২৩২৫এপ্রিলসোম৪-০৫৬-২৮
২৪২৬এপ্রিলমঙ্গল৪-০৪৬-২৯
২৫২৭এপ্রিলবুধ৪-০৩৬-২৯
২৬২৮এপ্রিলবৃহঃ৪-০২৬-২৯
২৭২৯এপ্রিলশুক্র৪-০১৬-৩০
২৮৩০এপ্রিলশনি৪-০০৬-৩০
২৯১ মে
রবি৩-৫৯৬-৩১
৩০২ মে
সোম৩-৫৮৬-৩১

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ
মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, ভোলা – ১মিনিট
শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল – ২মিনিট
নওগাঁ, ঝালকাঠি, গোপালগঞ্জ – ৩মিনিট
নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি, নড়াইল, বাগেরহাট – ৪মিনিট
রাজশাহী, ঝিনাইদহ, যশোর, খুলনা – ৫মিনিট
চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা – ৬মিনিট
সাতক্ষীরা, মেহেরপুর – ৭মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ
নোয়াখালী, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নরসিংদী, গাইবান্ধা, কক্সবাজার – ১ মিনিট
চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী – ২ মিনিট
ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ – ৩ মিনিট
রাঙামাটি, বান্দরবন, নেত্রকোনা, হবিগঞ্জ – ৪ মিনিট
খাগড়াছড়ি – ৫ মিনিট
সুনামগঞ্জ, মৌলভীবাজার – ৬ মিনিট
সিলেট – ৭ মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ
মাদারীপুর – ১মিনিট
মানিকগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর – ২ মিনিট
শেরপুর, খুলনা, টাঙ্গাইল, নড়াইল – ৩ মিনিট
সিরাজগঞ্জ, জামালপুর, মাগুরা – ৪ মিনিট
পাবনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, রাজবাড়ী – ৫ মিনিট
চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬ মিনিট
নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭ মিনিট
রাজশাহী, নওগা, রংপুর, জয়পুরহাট, লালমনিরহাট – ৮ মিনিট
নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০ মিনিট
পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২ মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ
শরীয়তপুর, নরসিংদী, বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ – ১ মিনিট
চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, নোয়াখালী – ২ মিনিট
কুমিল্লা, মৌলভীবাজার, ভোলা, হবিগঞ্জ – ৩ মিনিট
ফেনী, সিলেট – ৪ মিনিট
খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৭ মিনিট
রাঙ্গামাটি – ৮ মিনিট
বান্দরবান, কক্সবাজার – ১০ মিনিট

রোজার নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

আরবি নিয়ত : নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলায় নিয়ত : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইসতেগফার পড়া

اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم

আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

ইফতারের দোয়া :
اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।


ইফতারের পর আল্লাহর শোকরিয়া আদায় করে দোয়া :
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন-

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থ : ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহরির পর নিয়ত করা, ইফতারের আগে তাওবা-ইসতেগফার করা, ইফতারের সময় দোয়া পড়া এবং ইফতারের পর শোকরিয়া আদায় করে দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন

২০২২ সালের প্রথম রোজা কত তারিখ

১৪৪৩ হিজরী মাসের অর্থাৎ ইংরেজি ২০২২ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। প্রকাশিত উক্ত সময়সূচি অনুযায়ি, ০৩ এপ্রিল থেকে শুরু হবে রোজা। তবে প্রথম রোজার তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল।