গত রোববার (১৩ ফেব্রুয়ারী ২০২২) ফেসবুকে অজগর সাপের প্রায় ৩ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সাপটি চা গাছের নিচ দিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এসময় কয়েকজন অজগরটির ভিডিও চিত্র ধারণ করতে দেখা যায়।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, তিনি জেলার বিভিন্ন স্থান থেকে ছোট-বড় অনেক অজগর উদ্ধার করেছেন, আবার অবমুক্তও করেছেন। কিন্তু ভিডিও চিত্রে দেখা এতবড় অজগর সাপ কোনো সময় দেখেননি। দেশের কোথাও এত বড় সাপের দেখা মিলেছে বলেও তার জানা নেই।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, লাউয়াছড়া যে বন্যপ্রাণীর জন্য একটি ভালো জায়গা, এত বড় সাপের অস্তিত্বই তা প্রমাণ করে। এদের রক্ষা করতে লাউয়াছড়াকে নিরাপদ এবং প্রাণিবান্ধব আবাসস্থল হিসেবে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। তথ্য সূত্র: যুগান্তর
আরো দেখুন
▢ লাউয়াছড়া জাতীয় উদ্যান
▢ জাফলং