নিরিবিলি পিকনিক স্পট | ভ্রমণকাল

নিরিবিলি পিকনিক স্পট

নিরিবিলি পিকনিক স্পট
নিরিবিলি পিকনিক স্পট নড়াইল জেলার লোহাগড়া থানায় রামপুরে অবস্থিত। এটি নড়াইল জেলার অন্যতম বিনোদন কেন্দ্র। ১৯৯১ সালে প্রায় ১৪ একর জায়গাজুড়ে এ পিকনিক স্পটটি স্থাপন করা হয়। বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য নিরিবিলি পিকনিক স্পটে রয়েছে মিনি চিড়িয়াখানা, শিশু পার্ক, এস এম সুলতানের শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনী গ্যালারি, দোলনা, রোপওয়ে ও মিনি ট্রেন, পুকুরে নৌকা চালানোর সুযোগ, ফুল ও ফলের বাগানসহ বনভোজন ও অবকাশ যাপনের ব্যবস্থা সহ ১২টি রাইড। মিনি চিড়িয়াখানায় রয়েছে হরিণ, কুমির, ভাল্লুক, অজগরসহ কয়েক প্রজাতির প্রাণী।

নিরিবিলি পিকনিক স্পটের শোভাবর্ধনের জন্য স্থাপন করা হয়েছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ এবং প্রাণীর ভাস্কর্য। এছাড়াও রয়েছে একটি ৭০ ফুট লম্বা তিমি মাছের কঙ্কাল। শীতকালে এখানে অনেক মানুষ পিকনিক করতে আসেন।

সময়সূচী

নিরিবিলি পিকনিক স্পট খোলা থাকে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

কিভাবে যাবেন

ঢাকা থেকে নড়াইল গ্রামে হানিফ এন্টারপ্রাইজ, ঈগল পরিবহন, সাদ সুপার ডিলাক্স পরিবহনের বাসে করে নড়াইল যাবেন। ভাড়া ৪০০ থেকে ৪৫০ টাকা। বাস থেকে নেমে নড়াইলের লক্ষীপাশা বাসস্ট্যান্ডের দিকে কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন নিরিবিলি পিকনিক স্পট। ঢাকা থেকে সড়কপথে বাসে করে প্রায় ৫ ঘণ্টায় আপনি নড়াইলে পৌছাতে পারবেন। সড়কের অবস্থা খুবই ভাল হওয়ায় যাত্রাপথে আপনার মোটেও কষ্ট হবে না বরং আপনি পুরো যাত্রাপথই উপভোগ করবেন। ঢাকা ছাড়াও খুলনা অথবা রাজশাহী থেকেও আপনি নড়াইলে আসতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে।

কোথায় খাবেন

নিরিবিলি পিকনিক স্পটে খাবারের ব্যবস্থা আছে সেখানে খেতে পারেন। লক্ষীপাশা বাসস্ট্যান্ডের আশেপাশে অনেক খাবারের হোটেল পাবেন সেখান থেকেও খেয়ে নিতে পারেন। এছাড়াও নড়াইল সদরেও ভালো মানের খাবার হোটেল রয়েছে। আপনার চাহিদামত খাবার খেতে পারবেন।

কোথায় থাকবেন

নিরিবিলি পিকনিক স্পটের মধ্যে থাকার ব্যবস্থা আছে। এছাড়াও নড়াইল সদরে কিছু আবাসিক হোটেলে থাকতে পারবেন। এদের মধ্যে সম্রাট আবাসিক হোটেল (০১৯৯৮০৫২৭৮৯), মর্ডান আবাসিক হোটেল (০১৯১৭৮৩৫০২৮), সার্কিট হাউজ (০৪৪৮৬৬২২৬৮) অন্যতম।

নিরিবিলি পিকনিক স্পট​

রামপুর, লোহাগড়া, নড়াইল যোগাযোগঃ ০১৭১১০৭৪০৮৫, ০১৫৭৫২০০০৪৯ ওয়েব সাইটঃ https://niribili.com.bd/

ভ্রমণকালে পরামর্শ

বাস ভাড়া, হোটেলে থাকার ক্ষেত্রে দরদাম করে নেবেন। খাবার স্যালাইন ও পর্যাপ্ত পরিমাণ পানি সাথে রাখবেন। জরুরি প্রয়োজনে ৯৯৯ নাম্বারে এ কল করুন। বিভিন্ন প্লাস্টিক প্যাকেট যেখানে-সেখানে ফেলে পরিবেশ নষ্ট করবেন না। প্রয়োজন হলে ডাস্টবিন ব্যবহার করুন। কারো সাথে বিতর্কে জড়াবেন না। অপরিচিত কারো কিছু দেওয়া জিনিস খাবেন না।

নড়াইলের দর্শনীয় স্থান

যেহেতু নড়াইল যাবেন, নড়াইলের আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন, এগুলো মধ্যে-বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স, স্বপ্নবীথি পিকনিক স্পট, সুলতান কমপ্লেক্স, নীহাররঞ্জন গুপ্তের বাড়ি, চিত্রা রিসোর্ট, অরুনিমা ইকো পার্ক, নড়াইল বাঁধা ঘাট অন্যতম।
দৃষ্টি আকর্ষণ: আমাদের পর্যটন স্পট গুলো আমাদের দেশের পরিচয় বহন করে এবং এইসব পর্যটন স্পট গুলো আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। আর ভ্রমনে গেলে কোথাও ময়লা ফেলবেন না। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
ভ্রমণকাল : আমাদের টিম সবসময় চেষ্টা করে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা বানান ভুল হয়ে থাকে বা ভ্রমণ স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে অথবা আপনার কোন ভ্রমণ গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে Comments করে জানান অথবা আমাদের কে ''আপনার মতামত'' পেজ থেকে মেইল করুন।