অসাধারণ সৌন্দর্যে ঘেরা এক স্থান ডোমখালী সমুদ্র সৈকত, একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র ভ্রমণপিপাসুরা এমন সবস্থানেই যেতে চায়। আকাবাঁকা পথে পাহাড় বা সমুদ্র ভ্রমণ দুটোই ভালো লাগে। এছাড়া মিরসরাই উপজেলার ডোমখালী সমুদ্র সৈকতে গেলে দেখা যায় ঝাউবন, লাল কাঁকড়া চর, উত্তাল সাগরে নৌকা ভেসে বেড়ানো, জেলেদের মাছ ধরার দৃশ্য, হরিণের পায়ের ছাপ।
যারা একদিনের ভ্রমণে শহরের মধ্যে কোন একটি স্থানে যেতে চান তাদের জন্য এই সমুদ্র সৈকত সেরা গন্তব্য হতে পারে। বঙ্গবন্ধু শিল্পনগররের কাজ চালু হওয়ার পর মেরিন ড্রাইভ বাঁধ নির্মাণের ফলে বিশাল এলাকাজুড়ে সৈকত সৃষ্টি হয়েছে।
এই স্পটটি চট্টগ্রামের মিরসরাই উপজেলার একেবারে দক্ষিণ সীমান্তে অবস্থিত। এই স্থানটির নাম ডোমখালী সমুদ্র সৈকত। এটি ডোমখালী বিচ নামেও পরিচিত। শুধু দিনের বেলাই নয়, রাতেও অসংখ্য মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখা যায় সমুদ্রের তীরে। রাতে বিশাল সমুদ্রের গর্জনতে শুনে তরুণ-তরুণীরা সেখানে ছুটে আসেন। পূর্ণিমার রাতে তরুণ-তরুণীরা সেখানে ভিড় জমায়। মিরসরাই থেকে এই সৈকতের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার।
উপজেলার শাহেরখালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় সমুদ্র সৈকতের আবিষ্কার করেছেন স্থানীয় পর্যটকরা। যা ইতিমধ্যে 'ডোমখালী সমুদ্র সৈকত' নামে পরিচিতি পেয়েছে। ডোমখালী পুরোনো সুইসগেট থেকে তিন কিলোমিটার পশ্চিমে সমুদ্রের মোহনায় আরেকটি সুইসগেট নির্মাণ করা হয়েছে। যা দিয়ে সমুদ্রের পানি নিয়ন্ত্রণ করা হবে। এর একটু উত্তরে বিশাল কাজ চলছে। আরেকটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। বেড়িবাঁধের অংশে মূলত শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে।
ডোমখালী সমুদ্র সৈকত নিয়ে স্বপ্ন দেখছেন ভ্রমণপিপাসুরা। প্রতিদিন শত শত পর্যটকের ঢল নামছে এখানে। ডোমখালী সমুদ্র সৈকত দেখতে পতেঙ্গা সৈকতের মতো।
নবনির্মিত বাঁধ জুড়ে সবুজের সমারহ, পাখির কিচিরমিচির, কিছু দূরে সমুদ্রের সাথে মিশে যাওয়া ছোট ছোট খালের অবিরাম প্রবাহ, বাঁধের পূর্বে গ্রামীণ জনপদ এবং দক্ষিণে সমুদ্রের কোল জুড়ে ম্যানগ্রোভ বন। সুইসগেটের কাছে ব্যস্ত জেলেরা, সাগর থেকে মাছ নিয়ে ফিরছেন জেলেরা। কেউ অবসরে জাল বুনে, রয়েছে উত্তাল সমুদ্রে সারি সারি নৌকা।
লাল কাঁকড়া, বিভিন্ন ধরণের সামুদ্রিক কাঁকড়া, ভেজা মাটিতে ছোট গর্তে গর্ত করে মুখতুলে থাকে। সবুজ বন জুড়ে হরিণের পায়ের ছাপ। শীতকালে খেজুরের মিষ্টি রসের স্বাদ আর মহিষের দুধের চা পান করলে শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। সকালে রোদে আলোয় সাগরের ঢেউগুলো চিকচিক করে। বিকেলের মিষ্টি রোদ আর সূর্যাস্তের সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবে।
কিভাবে যাবেন
ঢাকা, চট্টগ্রামসহ দেশের যেকোনো স্থান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দরোগাহাটে নেমে সিএনজি যোগে সাগরপাড়ে যাওয়া যায়। ৪০ টাকা জনপ্রতি ভাড়া নিবে।সিএনজি রিজার্ভ নিলে ভাড়া পরবে ২০০-২৫০ টাকা। এছাড়া নিজামপুর কলেজের সামনে নেমে সেখান থেকে সিএনজি যোগে যাওয়া যায়। তবে এক-দু জন হলে মোটরসাইকেলে যেতে পারবেন।