ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর | ভ্রমণকাল

ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

memorial museum,language maryrs of bangladesh,language movement 1952 summary,language movement of bangladesh,salam library,language movement,language movement 1952,language martyrs,language movement 1952 picture,language martyrs 1952, ভাষা শহীদ আবদুস সালাম,ভাষা শহীদ সালাম,ভাষা শহীদ,ভাষা শহীদ আব্দুস সালাম এর জীবনী,ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর,ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার,আবদুস সালাম,ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর,ভাষা শহীদ আব্দুস সালাম,সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার,ভাষা শহীদ আবুদস সালাম স্মৃতি যাদুঘর,ভাষা শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার,ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর,শহীদ আবদুস সালাম
ভাষা শহীদ আবদুস সালামের জন্ম ২৭ নভেম্বর ১৯২৫ সালে, ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে যা বর্তমানে তাঁরই নামানুসারে সালাম নগর। তাঁর পিতার নাম ফজিল মিয়া। তিনি ১৯৫২ সালে ঢাকায় তৎকালীন পাকিস্তান সরকারের শিল্প বিভাগে পিয়নের চাকরি করতেন। তার পিতার চাকুরীর সুবাদে ভাষা আন্দোলনের সময় শহিদ আবদুস সালাম ঢাকা মেডিকেল কলেজের পাশে নীলক্ষেত ব্যারাকের ৩৬বি নং কোয়ার্টারে বসবাস করতেন। মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সম্মুখে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র জনতার বিক্ষোভে অংশ নেন।বিক্ষোভ প্রদর্শনকালে তিনি পুলিশের গুলিতে আহত হন। দেড় মাস ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকার পর ১৯৫২ সালের ০৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।

২০০০ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ২০০৮ সালে তত্বাবধায়ক সরকারের সময় গ্রামের নাম সালাম নগর করা হয়। প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যায়ে শহীদ সালামের বাড়ীর অদূরে নির্মান করা হয় 'ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (Language Shaheed Abdus Salam Library And-Memorial-Museum)। প্রতিদিন বহুলোক এ জাদুঘর দেখতে আসেন। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এখানে বইমেলা অনুষ্ঠিত হয়।

আবদুস সালাম স্মৃতি জাদুঘর কিভাবে যাবেন

ঢাকা হতে চট্টগ্রাম রুটে চলাচলকারী যে কোন বাসে করে সরাসরি ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড আসতে পারবেন। ফেনী শহর বা ফেনীর মহিপাল মোড় থেকে ৮ কিলোমিটার দূরে ফেনী-নোয়াখালী সড়কের ডান পাশে মাতুভূঞা ব্রিজের কাছেই তৎকালীন লক্ষণপুর গ্রাম বর্তমানে সালামনগর এ - ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম সড়কের মহিপাল মোড় থেকে বাস ভাড়া ১০ টাকা। সিএনজি চালিত রির্জাব অটোরিক্সায় ৫০ থেকে ৭০ টাকা।

কোথায় থাকবেন

ফেনী সার্কিট হাউজ, ফেনী জেলা পরিষদ ডাক বাংলো, এলজিইডি রেস্ট হাউজ, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ এবং পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারবেন।এছাড়াও ফেনী শহরে আবাসিক হোটেলের মধ্য রয়েছে বেস্ট ইন হোটেল, হোটেল গাজী ইন্টারন্যাশনাল, হোটেল মিড নাইট।

আবদুস সালাম স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত

ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর যা বর্তমানে তাঁরই নামানুসারে সালাম নগর গ্রামে অবস্থিত।

memorial museum,language maryrs of bangladesh,language movement 1952 summary,language movement of bangladesh,salam library,language movement,language movement 1952,language martyrs,language movement 1952 picture,language martyrs 1952, ভাষা শহীদ আবদুস সালাম,ভাষা শহীদ সালাম,ভাষা শহীদ,ভাষা শহীদ আব্দুস সালাম এর জীবনী,ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর,ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার,আবদুস সালাম,ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর,ভাষা শহীদ আব্দুস সালাম,সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার,ভাষা শহীদ আবুদস সালাম স্মৃতি যাদুঘর,ভাষা শহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার,ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর,শহীদ আবদুস সালাম

ভাষা শহীদ আবদু সালাম এর সংক্ষিপ্ত জীবনী

নাম : আবদুস সালাম।
জন্ম : ১৯২৫ সাল ৷
পিতা : মোহাম্মদ ফাজিল মিয়া ৷
মাতা : দৌলতের নেছা।
জন্মস্থান : ফেনী জেলার দাগনভুঁইঞা উপজেলার লক্ষণপুরে জন্মগ্রহণ করেন।
কর্মস্থান: পূর্ব পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগে।
পদবী: পিয়ন।
মৃত্যু : ২৫ ফেব্রুয়ারী, ১৯৫২ সাল, সরকারী গেজেটে ৭ই এপ্রিল ১৯৫২ ৷
সমাধি স্থল : ঢাকার আজিমপুর পুরানো কবরস্থানে ৷

দৃষ্টি আকর্ষণ: আমাদের পর্যটন স্পট গুলো আমাদের দেশের পরিচয় বহন করে এবং এইসব পর্যটন স্পট গুলো আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। আর ভ্রমনে গেলে কোথাও ময়লা ফেলবেন না। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
ভ্রমণকাল: আমাদের টিম সবসময় চেষ্টা করে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা বানান ভুল হয়ে থাকে বা ভ্রমণ স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে অথবা আপনার কোন ভ্রমণ গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে Comments করে জানান অথবা আমাদের কে ''আপনার মতামত'' পেজ থেকে মেইল করুন।